বাঁশখালী সাধনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা বিগত সম্প্রতি ইউপি হল রুমে অনুষ্ঠিত হয়। সাধনপুর ইউপি চেয়ারম্যান কে.এম. সালাহ্উদ্দীন কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
ইউপি সচিব নোভেল ভট্টাচার্যের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আশীষ কুমার চৌধুরী, প্রেমানন্দ চৌধুরী, প্রনব কুমার সিকদার, সংবর্ধিত শিক্ষার্থী মিশন দে, নীলাঞ্জনা চৌধুরী, ইউপি সদস্য শিল্পী দেব,করুণাময় ভট্টাচার্য্য, আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন তথ্য সম্বলিত স্মারক ‘প্রয়াস’ এর মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি বলেন বিগত ১ বছরে মাদক বিরোধী কার্যক্রমসহ বিভিন্ন ব্যতিক্রমী উদ্যেগ গ্রহণে সাধনপুর ইউপির ভূমিকা প্রশংসনীয়। তিনি কৃতী শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠে সমাজের প্রতি দায়িত্ব পালনের আহবান জানান।