সেপ্টেম্বর থেকে প্রচার-প্রচারণায় মাঠে নামছে আ. লীগ

তৃণমূল পর্যায়ে এ বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশনা কেন্দ্রের

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাস থেকে সারাদেশে প্রচারপ্রচারণায় মাঠে নামছে আওয়ামী লীগ। সেভাবে সকল সহযোগী সংগঠনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে এ বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ যাতে রাজনীতির মাঠে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সতর্ক থাকতেও বলা হয়েছে। গতকাল বুধবার ২৩বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তরদক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতিসাধারণ সম্পাদকের যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের নেতাকর্মীদের এমন নির্দেশনা দেওয়া হয় বলে সভায় উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন। এই বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের যৌথসভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে আগস্ট মাসের পরেই সেপ্টেম্বর মাসে নির্বাচনি প্রচারণার নামার সিদ্ধান্ত হয়েছে। যুব মহিলা লীগ ও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির এক দফা আন্দোলনের ‘মৃত্যু’ চট্টগ্রামেই কি না দেখুন : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধরেড নোটিশ জারি করা সন্ত্রাসীদের তথ্য হালনাগাদ করা হচ্ছে