৬৫ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ সময়ে ১০০ মণ সামুদ্রিক মাছ পরিবহনকালে ট্রাকসহ জব্দ করেছে বাঁশখালী উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ ২ লাখ ৬৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষায় প্রজনন মৌসুমে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় যেকোনো প্রজাতির মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। গতকাল প্রায় ১০০ মণ সামুদ্রিক মাছ ট্রাক যোগে অন্যত্র বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় মোবাইল কোর্ট পরিচালনা করে মাছসহ ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত মাছ উপজেলা সদরে প্রকাশ্যে নিলামের মাধ্যমে ২ লাখ ৬৬ হাজার টাকায় বিক্রি করা হয় এবং ট্রাক চালককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন–১৯৫০ এর ৫ ধারায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।