সাকিব আর হাসান বাংলাদেশের ক্রিকেটে যতটানা গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি আলোচিত চরিত্রও। তবে মাঠের বাইরে সাকিব যেমনই হোকনা কেন মাঠে সাকিব শতভাগ পেশাদার। ব্যাটে কিংবা বলে সাকিব তার দায়িত্বটা ঠিকই পালন করে দেবেন। তবে গত বছর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিংটা ভালো করতে পারেননি সাকিব। তাই কিনা নিজের ওই ব্যর্থতা ঘুচিয়ে দিতে গতকাল চট্টগ্রামে নিভৃতে অনুশীলনে নেমে গেলেন সাকিব। তবে ওই সিরিজে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বোলিংয়ে তুলনামূলক উজ্জ্বল ছিলেন। ২০২২ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওই সিরিজে মাত্র ৬০ রান করেন সাকিব। প্রথম ম্যাচে মাত্র ১০ রানের পাশাপাশি উইকেট নেন ২টি। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে করেন যথাক্রমে ২০ ও ৩০ রান। তাছাড়া ওই দুই ম্যাচে উইকেট নেন ৩টি। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে ২টি ও পরের ম্যাচে নেন মাত্র ১টি ইউকেট। আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থ হলেও সাকিবের সামপ্রতিক ফর্ম নির্ভার রাখছে দলকে। মাস দুয়েক আগে শেষ হওয়া ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে রান পেয়েছেন এই অল রাউন্ডার। এখন দেখার বিষয় আফগানিস্তানের শক্তিশালী বোলিং ইউনিটের বিপক্ষে কেমন পারফর্ম করেন তিনি।