আমরা দুজন একই পাড়ার বন্ধু আমার নাজিউর
এত্ত করে বললো যখন কথায় হলাম রাজি ওর
বাইরে তখন রোদ ছিলো আর আকাশ পুরো ফর্সা
একটু খানিক বাইরে যেতে তাই করি ঠিক ভরসা
কিনতু এমন আষাঢ় মাসে – হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে
আসবে না ফের মুষলধারে কে দেবে তার গ্যারান্টি
বাইরে যেতে নিষেধ মায়ের, করলো মানা ফের আন্টি
আসতে পারে বৃষ্টি আবার – দরকার কী বাইরে যাবার
ভাবতে গিয়ে হঠাৎ আমার কুঁচকে গেলো মুখ ওতে
কাপড় চোপড় ছাদের ওপর সব দিয়েছি শুকোতে
যাই হেঁটে যাই দীঘির পাড়ে – দেখছি হঠাৎ মুষলধারে
বৃষ্টি এলো ঝমঝমিয়ে যায় হয়ে সব একাকার
বলতে গেলে কাকভেজা সেই পাই আমি আর দেখা কার
ভিজলো পুরো কাপড়চোপড় – হয়নি যাওয়া ছাদের ওপর
জানতে কি চাও ? মন ভালো কী ? বলছি তো ভাই ধুর্না
ভিজলো আমার শার্ট–প্যান্ট আর মিনুর কামিজ ওড়না ।