দূর আকাশে এক ফালি চাঁদ
কতো কথা জমা রাখে
মনে মনে ভাবে সবাই
ধরতে যদি পারতাম তাকে।
দ্বিতীয়াতে কটু রেখা,
তারপরে ঠিক বাড়তে থাকে
পূর্ণিমাতে পূর্ণ রূপ
পুরো জগত দেখে তাকে।
কখনো ঠিক জানলা–ফাঁকে
কখনো ঠিক খোলা মাঠে
যতই দেখি মুগ্ধ হই
শান্ত মনে অপকটে।
নিশি রাতে গাছের ফাঁকে
যখন ছড়াও মিষ্টি আলো
ফুলের গন্ধে মনটা জুড়ায়
কতই সবার লাগে ভালো।