প্রতুলচন্দ্র গাঙ্গুলী (১৮৯৪–১৯৫৭)। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট বিপ্লবী। তিনি ১৮৯৪ সালের ১৬ এপ্রিল নারায়ণগঞ্জের চাঁদপুরের নিকটবর্তী চালতাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে নারায়ণগঞ্জ শাখায় অনুশীলন সমিতিতে বিপ্লবীজীবন শুরু করেন। নিষ্ঠা এবং কর্ম তৎপরতার জোরে নেতারূপে সুপ্রতিষ্ঠিত হন। ১৯০৮–০৯ সালে বিপ্লবী প্রয়াসকে ব্যাপক করবার জন্য তিনি গৃহত্যাগ করেন এবং নিবিষ্টচিত্তে বৃটিশবিরোধী আন্দোলনে নিজেকে সমর্পণ করেন। ঢাকা শাখার অনুশীলন সমিতির প্রধান সংগঠক পুলিন বিহারি দাসকে গ্রেপ্তারের পর প্রতুলচন্দ্র গাঙ্গুলী এবং ত্রৈলোক্যনাথ চক্রবর্তী অনুশীলন সমিতির দায়িত্ব গ্রহণ করেন এবং সমিতি পুনর্গঠিত করেন। ১৯১৪ সালে বরিশাল ষড়যন্ত্র মামলায় তাঁর বিচার হয় এবং তাঁকে দশ বছর দ্বীপান্তর কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল, যদিও এর আগে তাকে মুক্তি দেওয়া হয়েছিল এবং ১৯২৪ সালে পুনরায় গ্রেপ্তার হন। প্রতুল ঢাকা জেলা কংগ্রেস কমিটি, বেঙ্গল কংগ্রেস কমিটি এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি হন। ১৯২৯ সালে ঢাকা শহর থেকে বেঙ্গল বিধানসভায় নির্বাচিত হন। ১৯৩০ সালে রাজশাহীতে বেঙ্গল প্রাদেশিক কংগ্রেস সম্মেলনে সভাপতিত্ব করেন এবং পুনরায় গ্রেপ্তার হয়ে বিনাবিচারে ১৯৩৮ সাল পর্যন্ত আটক থাকেন। ১৯৩৯ সালে পূর্ববঙ্গ মিউনিসিপ্যাল নির্বাচন কেন্দ্র থেকে এম.এল.এ নির্বাচিত হন। সুভাষচন্দ্র বসুর সঙ্গে জেলে অনশন করে স্বাস্থ্য ভঙ্গ হওয়ায় সুভাষচন্দ্র বসুর সঙ্গে তিনিও মুক্তি পান। এরপর সুভাষচন্দ্রের অন্তধ্যানের সঙ্গে সঙ্গে পুনরায় গ্রেপ্তার হয়ে ১৯৪৬ সাল পর্যন্ত বিভিন্ন জেলে আটক থাকেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি কলকাতায় বসবাস করেন। ১৯৫৭ সালে ৫ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।