রোটারি ক্লাব অব চিটাগং কমার্শিয়াল সিটির ক্লাব অ্যাসেম্বলি

| মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৭:০০ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব অব চিটাগং কমার্শিয়াাল সিটির ২০২৩২৪ রোটাবর্ষের কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ ও প্রথম ক্লাব অ্যাসেম্বলী গত ১ জুলাই ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান অমল বড়ুয়ার সভাপতিত্বে চট্টগ্রাম জামালখানস্থ একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ডা. মঈনুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান লতিফ আনোয়ার চৌধুরী। রোটারিয়ান শাহিন আলম সরকারের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান হাসনাত আল মামুন। বক্তব্য রাখেন মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আবসারুল হক, শাহীন আলম সরকার, সৈয়দ ইরফানুল আলম, রজত সাহা রনি, জ্যোতিময় বড়ুয়া, আশীষ বড়ুয়া, চন্দন বড়ুয়া, স্নেহাশীষ বড়ুয়া, আবদুল্লাহ আল সায়ীদ সা’দ, অনিরুদ্ধ বড়ুয়া, জেসমিন আক্তার, পার্থিব বড়ুয়া কাঁকন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, রোটারি বিশ্বব্যাপী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। রোগ নিমর্ূলে রোটারি বিশ্বকে নতুন আশার আলো দেখাচ্ছে। রোটারিয়ানদের প্রদত্ত অনুদানের মাধ্যমে জাতিসংঘের সহায়তায় বিশ্ব হতে পোলিও নির্মূল করা সম্ভব হয়েছে। একই সাথে রোটারি পরিবেশ সংরক্ষণ, মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা, মাতৃ ও শিশু মৃত্যুরোধ, শিক্ষার বিস্তার ও নিরাপদ পানীয় জলের মাধ্যমে জীবন রক্ষায় নিজেদের কর্মকাণ্ডকে ব্যাপৃত রেখেছে। সমাজ ও দেশের আর্থসামাজিক উন্নয়নে রোটারিয়ানদের আরও বেশি নিবেদিত হয়ে কাজ করতে হবে। তিনি রোটারিয়ানদের মেধা, শ্রম, চিত্ত ও বিত্তকে মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান। বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ ইরফানুল আলম ইনকামিং প্রেসিডেন্ট রোটারিয়ান অমল বড়ুয়াকে কলার পরিয়ে বরণ করে নেন। ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন রোটারিয়ান আবদুল্লাহ আল সায়ীদ সা’দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএ জাতীয় কাজে প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বন্যহাতির আক্রমণে চুরমার বসতবাড়ির সীমানা প্রাচীর