আনোয়ারায় বন্যহাতির আক্রমণে বসতবাড়ির সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রবিবার রাত দেড়টার উপজেলার বৈরাগ ইউনিয়নে ফকিরখীল গ্রামের মো. ইদ্রীসের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মো. ইদ্রীস জানান, রাত দেড়টার দিকে হাতি এসে আমার বাড়ির সীমানা প্রাচীরে আক্রমণ চালিয়ে ভেঙে ফেলে। তাছাড়া পার্শ্ববর্তী নারিকেল গাছ উপড়ে ফেলেছে এবং গাছের কাঁঠালসহ হাতির আক্রমণে তার দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
হাতির হামলার বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, ২০১৬ সালের পর থেকে প্রতিনিয়ত একটি হাতির পাল দেয়াং পাহাড়ে অবস্থান করছে। সেখান থেকে রাতের বিভিন্ন সময়ে খাবারের সন্ধানে লোকালয়ে আক্রমণ করে। স্থানীয়দের ক্ষতিসাধন করে। নামমাত্র কিছু সরকারী ক্ষতিপূরণ দেওয়া হলেও বিষয়টির কোনো স্থায়ী সমাধান পাওয়া যাচ্ছে না।












