চান্দগাঁওস্থ মোহরা ইউনিয়ন পরিষদের প্রাক্তন প্রেসিডেন্ট মরহুম আলহাজ শামসুল হুদা কাদেরীর দ্বিতীয় পুত্র আলহাজ নুরুল করিম কাদেরী আর নেই। গতকাল ভোর ৪ টা নাগাদ তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর মোহরাস্থ গ্রামের বাড়িতে নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার নামাজে জানাজায় ইমামতি ও মুনাজাত পরিচালনা করেন ওয়াজেদিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা জাহেদ হোসেন খান।
আলহাজ নুরুল করিম কাদেরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের সিনিয়র সহ–সভাপতি এম এ মালেক, সহ–সভাপতি ও সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লি. (পিএলসি) এর চেয়ারম্যান শামসুল আলম শামীম, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ– সাধারণ সম্পাদক, কাজী মোহাম্মদ আশেকে এলাহী, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ও এ কে খান এন্ড কোং লিঃ এর পরিচালক এ কে শামসুদ্দীন খান, বাংলাদেশ যক্ষ্মা নিরোধ সমিতি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ফারুক এবং চট্টগ্রাম – কাপ্তাই বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী, সিডিএর সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, শাহ মুহাম্মদ আখতারউদ্দিন, অধ্যাপক মনসুর উদ্দীন আহমেদ, কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, কাউন্সিলর নাজিম উদ্দীন আহমেদ প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, আলহাজ নুরুল করিম কাদেরী দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেকের দৌহিত্র এবং মাওলানা নুর আহমেদ কাদেরীর পৌত্র।











