পুকুরে দুর্বৃত্তের দেয়া বিষে ৩ দিন ধরে মরছে মাছ

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

চন্দনাইশের ‘দুর্বৃত্তের দেয়া বিষে’ একটি পুকুরে ৩ দিন ধরে বিভিন্ন প্রজাতির প্রায় ২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। গত ৩০ জুন উপজেলার বরমা ইউনিয়ন কেশুয়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা সিরাজুল মোস্তফার পরিবারের পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে বলে জানা যায়। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ মুক্তিযোদ্ধা সিরাজুল মোস্তফার পরিবারের সদস্যরা তাদের পরিবারিক ওই পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের চাষ করেন। গত ৩০ জুন রাতের আঁধারে কে বা কারা ওই পুকুরে বিষ প্রয়োগ করার পর থেকেই ছোটবড় সকল প্রজাতির প্রায় ২ লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে মৌখিকভাবে অভিযোগ দেয়া হলে গত রোববার চন্দনাইশ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে জায়গা সম্পত্তির বিষয় নিয়ে আত্মীয়স্বজনের বিরোধ আছে। মাছগুলো বিষের প্রভাবে মারা গেছে কিনা উপজেলা মৎস্য দপ্তরের মাধ্যমে পরীক্ষা করানোর জন্য পরিবারের সদস্যদের পরামর্শ দিয়েছেন বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে এলো হাতি শাবক
পরবর্তী নিবন্ধধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত অপরাধে সর্বোচ্চ শাস্তির বিধান করতে লিগ্যাল নোটিশ