ডা. আফছারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম–১০ আসনের (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) উপ–নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই। এই আসনের উপ নির্বাচনে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে মোট ১৪ জন প্রার্থী নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এই আসনের উপ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ই জুলাই, প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৩ জুলাই।
৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। এদিকে এই আসনের উপ–নির্বাচনের জন্য গতকাল রাতে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, ১৫৬টি ভোট কেন্দ্র ও ১২৫১টি বুথে চট্টগ্রাম–১০ আসনের উপ–নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণে দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৯০৯জন। এছাড়াও অতিরিক্ত ৫ শতাংশসহ ৪ হাজার ১০৫ জন ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রস্তুত করা হচ্ছে।
এই ব্যাপারে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন আজাদীকে বলেন, আগামী ৩০ জুলাই চট্টগ্রাম–১০ আসনের উপ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষদিন মঙ্গলবার ৪ জুলাই। নির্বাচনে প্রতি ভোট কেন্দ্রে ১ জন করে ১৫৬ জন প্রিসাইডিং কর্মকর্তা, প্রতি বুথে একজন করে সহকারী প্রিসাইডিং ১২৫১ জন এবং প্রতি বুথে ২ জন করে পোলিং অফিসার ২৫০২ জন দায়িত্ব পালন করবেন।