পর্যটক বাস চালুর পর এবার চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চালু হয়েছে ফুল ডে ট্যুর সার্ভিস। সপ্তাহে দুইদিন শুক্রবার ও শনিবার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দিনব্যাপী এ ভ্রমণ কার্যক্রম চলবে। এতে যাত্রী প্রতি খরচ হবে ৮৫০ টাকা।
গত শনিবার থেকে এ সার্ভিস দেয়া শুরু করেছে জেলা প্রশাসন। প্রথম দিনেই ৪টি মাইক্রোবাসে ৪০জন যাত্রী নিয়ে সার্ভিসের যাত্রা শুরু হয়েছে। সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন, শনিবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় মোটেল সৈকত থেকে ৪টি মাইক্রোবাসে করে ৪০জন যাত্রী নিয়ে ফুল ডে ট্যুর সার্ভিসের যাত্রা শুরু হয়েছে। প্রথমে তারা গিয়েছেন সীতাকুণ্ডের ইকোপার্কে। পার্কের ভিতরে থাকা সহস্রধারা ও সুপ্তধারা দুটি ঝর্না দেখে গুলিয়াখালী সমুদ্র সৈকতে গেছেন। এরপর ফৌজদারহাট ডিসি পর্কে ভ্রমণ শেষে আবার হোটেল সৈকতে ফিরেছেন তারা। তিনি বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, নদী, সমুদ্র আর সবুজ বনাঞ্চলে সমৃদ্ধ বন্দরনগরী চট্টগ্রাম দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় এলাকা হিসেবে সুপরিচিত। চট্টগ্রামে অবস্থিত দর্শনীয় স্থানের মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত, সীতাকুণ্ড ইকো–পার্ক, গুলিয়াখালী সী–বিচ এবং মহামায়া লেক অন্যতম। এসব দর্শনীয় এবং দৃষ্টিনন্দন পর্যটন স্পটগুলো ভ্রমণপিপাসুদের কাছে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। এ সকল পর্যটন স্পটগুলোতে পর্যটকদের যাতায়াত সহজতর করা এবং চট্টগ্রামের পর্যটনশিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসন চট্টগ্রামের ব্যবস্থাপনায় ফুল ডে ট্যুর সার্ভিস চালু করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, শনিবার থেকে চট্টগ্রামে হাফ ডে ও পুল ডে ট্যুর সার্ভিস চালু হয়েছে। এ কার্যক্রম আমরা হাতে নিয়েছি সেবার জন্য, ব্যবসার জন্য নয়। পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে চট্টগ্রাম জেলা প্রশাসন বদ্ধপরিকর।










