হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইটে ৩৩৩ জন হাজি দেশে ফিরেছেন। গতকাল রোববার সন্ধ্যায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এছাড়া ৪১৯ জন হাজিকে নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইটের আজ সোমবার ভোরে ঢাকায় অবতরণের কথা রয়েছে। এদিকে দেশে নামার পর প্রত্যেক হাজিকে পাঁচ লিটার জমজমের পানির বক্স দেওয়া হবে। এজন্য হজযাত্রীদের লাগেজে জমজমের পানি বা হিমায়িত মাংস না আনার অনুরোধ করেছে এয়ারলাইন্সগুলো। রোববার প্রথম ফ্লাইটে ফেরা যাত্রীদের অভ্যর্থনা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তার সঙ্গে ছিলেন বেবিচকের সদস্য (পরিকল্পনা) এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী। বিমানবন্দরে পৌঁছার পর প্রত্যেক হাজির হাতে পাঁচ লিটারের জমজমের পানির বক্স বুঝিয়ে দেওয়া হয়। খবর বিডিনিউজের।
এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ করার সুযোগ পেয়েছেন, যার অর্ধেকই বহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি অর্ধেক সৌদি আরবের বিমান সংস্থা সৌদিয়া ও ফ্লাইনাস বহন করছে। এয়ারলাইন্সের প্রতিনিধিরা হজযাত্রীদের লাগেজে জমজমের পানি না আনার পরামর্শ দিয়ে বলেছেন, বাংলাদেশে এলেই প্রত্যেকে পাঁচ লিটারের জমজমের পানির একটি বক্স পাবেন। হজযাত্রীদের সৌদি আরবে রেখে ফিরতি যে ফ্লাইটগুলো খালি এসেছিল সেগুলোতেই জমজমের পানি নিয়ে আসা হয়েছে বলেও জানানো হয় এয়ারলাইন্সের পক্ষ থেকে। চট্টগ্রাম ও সিলেটে বিমানবন্দরেও একই ব্যবস্থা রয়েছে। সৌদি আরব থেকে উট কিংবা দুম্বার হিমায়িত (ফ্রোজেন) মাংস বহন করতেও নিষেধাজ্ঞা রয়েছে সৌদি সরকারের।