আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস-২০২৩ উপলক্ষে সাতকানিয়ার কালিয়াইশে আজ শনিবার (১ জুলাই) সকালে জনসচেতনতামুলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
কালিয়াইশ মাদকবিরোধী যুব আন্দোলনের সমন্বয়ক আবু ছালেহ ছিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত র্যালি ও পথসভায় বক্তব্য দেন কালিয়াইশ ইউপি চেয়ারম্যান হাফেজ আহমদ, ইউপি সদস্য মো. জসীম উদ্দীন, ডা. অজিত দেব, শিক্ষক রমিজ আহমদ, ব্যাংকার হানিফ ছিদ্দিকী, বীমাকার সায়ের আহমদ সায়েদ, সাংবাদিক মুহাম্মদ এরশাদ, নবকল্লোল যুব সংঘের সভাপতি প্রকৌশলী শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান, প্রত্যয় একতা সংঘের সভাপতি ওবাইদুল আকাইদ, মো. নাসির উদ্দীন, নুর মোহাম্মদ, মো. জাহিদুল ইসলাম, মো. মোরশেদুল আলম, জিন্নাত আলী প্রমুখ।
‘মাদকসেবন রোধ করি, সুস্থ, সুন্দর জীবন গড়ি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে মাদকবিরোধী যুব আন্দোলনের বিভিন্ন পথসভায় বক্তারা বলেন, মাদক ও জুয়া একটি সুন্দর পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বর্তমানে এসব অপরাধ সমাজে আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মাদক ও জুয়ার টাকা যোগাড় করতে গিয়ে যুবসমাজ সামাজিক অপরাধ যেমনঃ চুরি, ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। এমনকি পিতা-মাতাকেও মারধর করতে দ্বিধা করে না।
নিজেদের পরিবারকে বাঁচাতে যুব সমাজকে এসব অপরাধ থেকে ফিরিয়ে আনতে জনসচেতনতা প্রয়োজন। মাদক ও জুয়ার আসক্তি থেকে যুবসমাজকে বাঁচাতে পরিবার, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। মাদক বেপারীদের চিহ্নিত করে আইনশৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।
মাদকবিরোধী যুব আন্দোলনে কালিয়াইশের বিভিন্ন সংগঠনের সদস্য, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মাদক ও জুয়াবিরোধী জনসচেতনতামুলক র্যালিটি কালিয়াইশের বিওসি মোড়ে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে।