মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর কনকর্ড ফয়’স লেক কমপ্লেক্সে সমাগম ঘটেছে ব্যাপক দর্শনার্থীর।
এজন্য কতৃপক্ষ আগেই বাড়তি প্রস্তুতি নিয়ে ছিল দর্শনার্থীদের বরণ করে নেওয়ার জন্য।
বৈরী আবহাওয়ার কারণে প্রথম দু’দিন দর্শনার্থীদের আগমন কিছুটা বাধাগ্রস্ত হলেও আজ শনিবার (১ জুলাই) দর্শনার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে।
ঈদের তৃতীয় দিন আজ আবহাওয়া অনুকূলে থাকায় সকাল থেকেই ওয়াটার পার্ক সী ওয়ার্ল্ড পার্কে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের ঢল নামে।
ডিজে মিউজিকের তালে তালে সী ওয়ার্ল্ডের ওয়েভ পুল ও ড্যান্সিং জোনে নাচে গানে মুখরিত রাখে তারা।
বিভিন্ন প্যাকেজের মধ্যে খাবার সহ প্যাকেজগুলো কেনার আগ্রহ লক্ষ্য করা গেছে বেশী।
ফয়’স লেক এ্যামিউজমেন্ট পার্কে সন্ধ্যার আয়োজনে থাকছে কনসার্ট। বাচ্চাদের জন্য ম্যাজিক শো আর সাথে সকলের জন্য গিফ্ট।
ফয়’স লেক এমিউজমেন্ট পার্কের উপ–ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ আগত দর্শনার্থীদের কেউ যেন কারো আনন্দে ব্যাঘাত না ঘটায়, সকলেই যেন স্বাধীনভাবে ঈদের আনন্দ উপভোগ করতে সকলকে সহযোগিতা করতে পারে সকলের প্রতি সেই অনুরোধ জানান।
তিনি বলেন, “প্রকৃতির সান্নিধ্য উপভোগ করার জন্য অনেকেই নৌকাযোগে লেক ভ্রমণকেই বেছে নিচ্ছেন। সর্বোপরি বলা যায় আবহাওয়া ভালো থাকায় এবং নির্মল বিনোদনের আয়োজনে পর্যাপ্ত নিরাপত্তার কারণে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটছে কনকর্ড ফয়’স লেক কমপ্লেক্সে।”