চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে শহীদ জননী জাহানারা ইমামের ২৯ তম মৃত্যুবার্ষিকী স্মরণে এক সভা গত ২৬ জুন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন কবি আশীষ সেন। আসিফ ইকবালের পরিচালনায় এতে অংশগ্রহণ করেন ভানুরঞ্জণ চক্রবর্তী, বিজয় শংকর চৌধুরী, সজল দাশ, সোমা মূৎসুদ্দী, অচিন্ত্য কুমার দাশ, সঙ্গীতা চৌধুরী, মনজুর আলম, নিলয় দে, সাবিহা সুলতানা রক্সি, জাফর আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন প্রগতিশীল চেতনার বাতিঘর শহীদ জননী জাহানারা ইমাম। তিনি বাংলাদেশে শহীদ জননী হিসেবে পরিচিত। প্রেস বিজ্ঞপ্তি।











