গরু, ছাগল না মন? কোনটাই চায় আল্লাহ। সুদ আর ঘুষের টাকায় লাখটাকার গরুর চেয়ে ঐ হালাল ভাবে ঘামে ভেজা আয়ের টাকায় ছাগলও অনেক মূল্যবান।আল্লাহ তায়ালা ইসমাইলকে জবেহ করার যে নির্দেশ দিয়েছিলেন তা ছিল হযরত ইব্রাহিমের জন্য একটি পরীক্ষা; হযরত ইব্রাহিমের হাতে ইসমাইলের রক্ত ঝরুক তা আল্লাহ চাননি। এই পরীক্ষার মাধ্যমে মহান আল্লাহ দেখতে চেয়েছেন তাঁর নির্দেশ পালন করতে গিয়ে হযরত ইব্রাহিম (আ.) সন্তানের মায়া ত্যাগ করতে পারেন কিনা। ‘আমি তাকে সুযোগ দিলাম এক মহান কোরবানির। পুরো বিষয়টি স্মরণীয় করে রাখলাম প্রজন্মের পর প্রজন্মে। ইব্রাহিমের প্রতি সালাম। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। (সূরা সাফফাত, আয়াত ১০৬–১১০)
এইখান থেকেই শিক্ষা নি আমরা আমাদের অন্তরের বিসর্জন কতটুকু আল্লাহর জন্য সেটাই আল্লাহ কাছে মুখ্য।