চট্টগ্রাম দক্ষিণ ও কক্সবাজার উত্তর বনবিভাগের উদ্যোগে বন সংশ্লিষ্ট সুবিধাভোগীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার দক্ষিণ বনবিভাগের অধীন দোহাজারী রেঞ্জ অফিস আঙ্গিনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক শীতল পাল। দোহাজারী রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমানের সভাপতিত্বে ও লালুটিয়া বিট কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাকখালী রেঞ্জ কর্মকর্তা মো. সরওয়ার জাহান, সদর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সুমন। সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা নবাব আলীসহ অন্যরা। সভায় চট্টগ্রাম দক্ষিণ ও কক্সবাজার উত্তর বনবিভাগের বিপুল সংখ্যক সুবিধাভোগী নারী–পুরুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, পরিবেশ বাঁচাতে আমাদের বনাঞ্চল রক্ষা করতে হবে। দেশের বনাঞ্চল রক্ষায় বর্তমান সরকার নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছে। এরমধ্যে সুফল প্রকল্প অন্যতম। এই সুফল প্রকল্পের আওতায় যারা বননির্ভরশীল তাদের আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। এই টাকা দিয়ে সুবিধাভোগীরা এখন বনে না গিয়ে হাঁস–মুরগি, গরু–ছাগল পালন ও চাষাবাদ শুরু করেছেন। ফলে বননির্ভরশীলতাও অনেকটা কমে এসেছে। দেশের বনাঞ্চল রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহবান জানান বক্তারা।











