ঈদযাত্রায় বিনামূল্যে বাড়ি গেল সন্দ্বীপের শিক্ষার্থীরা

| মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ৯:৫০ পূর্বাহ্ণ

একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চট্টগ্রামের দুর্গম দ্বীপ উপজেলা সন্দ্বীপের শিক্ষার্থীরা বিনামূল্যে ঈদযাত্রায় গতকাল বাড়ী গিয়েছে। উপকূলীয় এই উপজেলার শিক্ষার্থীদের জন্য এই নিয়ে দ্বিতীয়বারের মত ফ্রি ঈদ যাতায়াতের ব্যবস্থা করেছে হিউম্যান ২৪ নামক সংগঠনটি। এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্দ্বীপের শিক্ষার্থীরা কুমিরাগুপ্তছড়া নৌরুট দিয়ে ঈদ উপলক্ষ্যে সোমবার চট্টগ্রাম শহর ও দেশের বিভিন্ন এলাকা থেকে সন্দ্বীপ পৌঁছেছে। শিক্ষার্থীদের হালিশহর থেকে বাসযোগে সীতাকুণ্ডের কুমিরা নেয়া হয়েছে। কুমিরা থেকে নৌপথে স্টিমার এমভি আইভি রহমান যোগে সন্দ্বীপের গুপ্তছড়ায় পৌঁছায়। চট্টগ্রাম থেকে আজ মঙ্গল ও কাল বুধবার আরো দুইদিন এই কর্মসূচি চলবে। শিক্ষার্থীদের ঈদযাত্রা উপলক্ষ্যে হালিশহরে গতকাল সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হিউম্যান ২৪ এর প্রধান নির্বাহি সালেহ নোমান, আওয়ামী লীগ নেতা গাজী মোহাম্মদ আনিসুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শোয়াইব উদ্দিন হায়দার, তাহেরমনজুর কলেজের অধ্যক্ষ মোকতাদের আজাদ খান, সন্দ্বীপ ইয়ুথ ক্লাবের সভাপতি মাহবুবুল মাওলা, সমাজকর্মী নুরুল ইসলাম শিমুল। ফ্রি ঈদযাত্রা সার্ভিস নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পত্রের তথ্য দিয়ে অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। অফলাইনেও হালিশহরের নির্ধারিত দুটি ঠিকানায় রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রাখা হয়েছে। কর্মসূচিতে সহযোগিতা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিলটন এবং উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য আফতাব খান অমি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অপহৃত বাসযাত্রী চারদিন পর উদ্ধার
পরবর্তী নিবন্ধচকরিয়ার ৫৯টি প্রতিষ্ঠানের ৭৮৭ জন শিক্ষার্থী পেল মোবাইল ট্যাবলেট