সীতাকুণ্ডে অপহৃত বাসযাত্রী আবুল কালামকে চারদিন পর উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গহীন পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানান থানার ওসি। তবে অভিযানে কাউকে আটক করা হয়েছে কিনা বা অপহৃত আবুল কালাম কোথায় আছেন এ তথ্য তিনি এখনও দিতে পারেনি। পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড মহাসড়কে সেবা পেট্রোল পাম্পের সামনে থেকে অপহরণের শিকার হন আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তি। পরে তার পরিবারের কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করা হয়। পরে পুলিশকে না জানিয়ে মুক্তিপণ দিতে যান তার স্ত্রী ও দুই আত্মীয়। এসময় অপহরণকারীরা তাদেরও অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। গত শনিবার রাতে পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। তবে অপহৃত আবুল কালামকে তখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কালামের ভাইয়ের স্ত্রী টিপু বেগম বাদী হয়ে ৯ থেকে ১০ জনকে আসামি করে একটি অপহরণের মামলা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, অপহৃত কালামকে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশ–র্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। মূল ঘটনা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনও কোন তথ্য দেয়া যাচ্ছে না। তবে বিস্তারিত আজ মঙ্গলবার সকালে সব জানানো হবে। তাঁরা আশা করছেন, দ্রুততম সময়ে মূল ঘটনা এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।











