কিশোরী ধর্ষণের অভিযোগে বান্দরবানে রোহিঙ্গা গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৭:০৩ অপরাহ্ণ

বান্দরবানে চৌদ্দ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রোহিঙ্গার নাম মোহাম্মদ শফি। গতকাল রবিবার রাতে তাকে গ্রামবাসীদের সহযোগিতায় গ্রেফতার করে পুলিশ।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে কাইচতলী এলাকায় মা বাইরে কাজ করতে গেলে ঘরে একা পেয়ে এক কিশোরীকে ধর্ষণ করত ওই রোহিঙ্গা। কিশোরীটির বয়স চৌদ্দ বছর। মেয়েটির বাবা নেই। রবিবার রাতে কিশোরীটিকে একা পেয়ে মোহাম্মদ শফি সেখানে গেলে বাড়ি ঘেরাও করে গ্রামবাসীরা তাকে আটক করে। আটকের পর খবর পেয়ে পুলিশ গ্রামবাসীদের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কর্মকর্তা আমিনুর রহমান জানান, রবিবার রাতে গ্রামবাসীরা শফিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। মোহাম্মদ শফি কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র থেকে শ্রমিকের কাজ করার জন্য সুয়ালক ইউনিয়নে এসেছিল।

উখিয়া রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে ধর্ষক শফির স্ত্রী ও তিন সন্তান রয়েছে। পিতৃহীন দরিদ্র কিশোরীটিকে বিভিন্ন সময়ে ধর্ষণ করত শফি। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গ্রামবাসীরা জানার পর কৌশলে তাকে ধরে ফেলে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত শামসুল
পরবর্তী নিবন্ধ“মুছা নামের একজন বাবুল স্যারের বাসায় প্রায়ই আসত”