সন্দ্বীপে ৭২ পাকা ব্যারাক হাউজ হস্তান্তর করলো নৌবাহিনী

আশ্রয়ণ-২ প্রকল্প

| সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

সন্দ্বীপ উপজেলায় গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৭২ টি পাকা ব্যারাক হাউজ গতকাল রোববার স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী।প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই ব্যারাক হাউজসমূহ নির্মাণ করে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিটি ব্যারাকে ৫ টি করে মোট ৩৬০ টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে পরিবার থাকতে পারবে। প্রতিটি ব্যারাক হাউজে রয়েছে পৃথক পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা। স্থানীয় প্রশাসনের পক্ষ হতে জেলা প্রশাসকের প্রতিনিধি এবং উপজেলা কর্মকর্তা সম্রাট খীসা নৌবাহিনীর নির্মিত আবাসন ব্যারাক হাউজগুলো বুঝে নেন। এ সময় নৌবাহিনীর প্রতিনিধি লে. কমান্ডার এম তৌহিদুল ইসলাম ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে আশ্রয়ণ২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কঙবাজার জেলায় সর্বমোট ২২৫ টি প্রকল্পে ৪,৪০৮ টি ব্যারাক হাউজ নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করে নৌবাহিনী। এসকল ব্যারাক হাউজে আশ্রয় পেয়েছে ৩৩,৪০৫ টি গৃহহীন পরিবার। এছাড়া বর্তমানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল অধীনস্থ ভোলা জেলার লালমোহন উপজেলায় ১২ টি ও চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় ১৩৬ টি এবং কমান্ডার খুলনা নৌ অঞ্চল অধীনস্থ ১৩২ টি প্রকল্পের নির্মাণকাজ চলমান রয়েছে। যা শেষ হলে আরও ১,৪০০ টি ভূমিহীন পরিবারের বাসস্থান নিশ্চিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় অটোরিকশার ধাক্কায় বাইক আরোহী নিহত