যেসব প্রযুক্তি ও সুবিধার কারণে কনকা ফ্রিজ অন্যদের চেয়ে আলাদা

| সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

এদেশের মানুষের সাধ্যের মধ্যে সাশ্রয়ী মূল্যে ভালোমানের পণ্য উপহার দিতে ‘কনকা’ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। চলছে গবেষণা, যোগ হচ্ছে নতুন নতুন টেকনোলজি। সব ইলেকট্রনিক পণ্যেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। তেমনই কনকা ফ্রিজেরও অনেকগুলো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যে বৈশিষ্ট্যগুলো কনকা ফ্রিজকে অন্যদের চেয়ে একটু হলেও আলাদা করেছে।

অ্যাকটিভেটেড কার্বন ডিউডোরাইজার : আমরা ফ্রিজের মধ্যে অনেক ধরনের খাবার একসাথে স্টোর করি। যেমন : সবজি, ফ্রুটস, এমনকি বাচ্চাদের খাবার। প্রত্যেকটি খাবারের স্বাদ ও ঘ্রাণ আলাদা ধর্মী। যার ফলে ফ্রিজে খাবার রাখার কিছুদিন পর এক খাবারের গন্ধ আরেক খাবারে মিশে খাবারের আসল স্বাদ ও গন্ধ ঠিক থাকে না। তাই খাবারের গুণগত মান, স্বাদগন্ধ সবকিছু ঠিক রাখার জন্য কনকা ফ্রিজে যুক্ত করা হয়েছে অ্যাকটিভেটেড কার্বন ডিউডোরাইজার। ফলে এক খাবারের গন্ধ আরেক খাবারে যায় না। খাবার ভালো থাকে দীর্ঘদিন।

ওয়াইডেস্ট ও ডিপেস্ট ডিজাইন : ব্যস্ত জীবনে বেশিরভাগ পরিবারেই সপ্তাহের বা মাসের বাজার একসাথে করে ফেলা হয়। বেশি বাজার করার কারণে প্রায়ই দেখা যায় ফ্রিজের ভেতর জায়গা কম থাকায় পুরো মাসের বাজার একসাথে রাখতে অসুবিধা হয়। তাই প্রয়োজন অনুযায়ী ফ্রিজ কেনার পরও আমরা আমাদের ফ্রিজের সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারি না। এই বিষয়টি মাথায় রেখেই কনকা ফ্রিজে ওয়াইডেস্ট ও ডিপেস্ট ডিজাইন করেছে, যার সুবাদে ফ্রিজের ভেতরের জায়গা নিয়ে চিন্তা করার সুযোগ নেই। মাছ, মাংস, সবজি, ফল যেটাই কিনুন, সব বাজার একসাথে স্টোর করা সম্ভব।

হিউমিডিটি কন্ট্রোলার : বাজার থেকে আমরা সাধারণত বেশি দাম দিয়ে ভালো সবজিটাই বেছে কিনে আনি। কিন্তু এই সবজিগুলো যখন ফ্রিজের সবজি বক্সে রাখা হয়, তখন ২৩ দিনের মধ্যেই বেশিরভাগ সবজি নষ্ট হয়ে যায়, বা শুকিয়ে যায়। বক্সের সবজিগুলো যাতে দীর্ঘদিন ফ্রেশ থাকে তার জন্য কনকা ফ্রিজে হিউমিডিটি কন্ট্রোলার নামক টেকনোলজি যোগ করা হয়েছে।

ভোল্টেজ নিয়ন্ত্রণ : বিভিন্ন এলাকায় ইলেকট্রিসিটি ভোল্টেজ আপডাউনের কারণে ফ্রিজে অনেক ধরনের সমস্যা দেখা যায়। বাজারে যে ভোল্টেজ স্টাবিলাইজারগুলো পাওয়া যায় তার অধিকাংশই নিম্নমানের হওয়ায় সেগুলো ফ্রিজে ব্যবহার করলে উল্টো ফ্রিজের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য কনকা ফ্রিজে ওয়াইড ভোল্টেজ রেঞ্জ যোগ করা হয়েছে। যাতে ১২৫ থেকে ২৬৫ ভোল্টেজ পর্যন্ত ইলেকট্রিসিটি আপডাউন করলেও আলাদা করে ভোল্টেজ স্টাবিলাইজারের কোনো প্রয়োজন নেই।

ডাবল ইলেকট্রিক প্রোটেশন : ইলেকট্রিক ফ্লাকচুয়েশন বা শর্টসার্কিটের কারণে অনেক সময় ফ্রিজের ইলেকট্রনিক ডিভাইসের বড় ধরনের ক্ষতি হতে পারে। এমনটা যাতে না হয় তার জন্য কনকা ফ্রিজে ডাবল ইলেকট্রিক প্রোটেশন টেকনোলজি যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তি থাকায় ইলেকট্রিক শর্টসার্কিট অথবা ফ্লাকচুয়েশন রেট হাই হয়ে গেলে কেবলএর মাথায় যে প্লাগটি থাকে তার মধ্য থেকে ফিউজ কেটে যাবে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না।

১০০% ফুড গ্রেডেড প্লাস্টিক: কনকা ফ্রিজে ১০০% ফুড গ্রেডেড প্লাস্টিক ব্যবহার করা হয়। যেহেতু ফ্রিজে মূলত খাবারই রাখা হয় তাই খাবারের বৈশিষ্ট্য, গুণাগুণ এবং স্বাস্থ্য সুবিধা বা হেলথ বেনিফিট অক্ষুণ্ন রাখতে এই ধরনের প্লাস্টিক ব্যবহৃত হয়।

অ্যান্টিফাংগাল ডোর গ্যাসকেট : কনকা ফ্রিজে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অ্যান্টিফাংগাল ডোর গ্যাসকেট সমন্বয় করা হয়েছে, যার কারণে দরজাতে কোনো ফাংগাল হবে না। এটি শতভাগ এয়ারটাইট হবার কারণে বাইরের বাতাস ভেতরে প্রবেশ করতে পারে না এবং ভেতরের বাতাসও কোনোভাবে বাইরে যেতে পারে না।

ভিটামিন ফ্রেশ টেকনোলজি : একটি বাগানে সবজি যেমন ভিটামিন সমৃদ্ধ ও ফ্রেশ থাকে, কনকার ভিটামিন ফ্রেশ টেকনোলজির মাধ্যমে ফ্রিজের মধ্যেও দীর্ঘদিন পর্যন্ত সবজিগুলো ভিটামিন ফ্রেশ থাকে।

পূর্ববর্তী নিবন্ধমাদক উদ্ধার অভিযানে গিয়ে মিলল বিপুল দেশীয় অস্ত্র
পরবর্তী নিবন্ধবর্ষা, তবুও প্রত্যাশিত পানি বাড়েনি হ্রদে