বর্ষা, তবুও প্রত্যাশিত পানি বাড়েনি হ্রদে

কাপ্তাইয়ে আর বাড়ছে না বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

বর্ষা মৌসুম চলছে। প্রতি বছর এই সময়ে কাপ্তাই হ্রদে ধারণ ক্ষমতার বেশি পানি হয়। কিন্তু এ বছর দেখা যাচ্ছে বিপরিত চিত্র। রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী গতকাল রোববার কাপ্তাই লেকে পানি থাকার কথা ৮২.৩৮ ফুট মিন সি লেভেল। কিন্তু রয়েছে ৭৫.৩০ ফুট মিন সি লেভেল। লেকে পানির উচ্চতা না বাড়ায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে আশানুরূপ উৎপাদনও বাড়েনি। এখন এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের বলেন, এখন পুরোপুরি বর্ষা মৌসুম চলছে। এই মুহুর্তে দিন রাত বৃষ্টি হওয়ার কথা। বৃষ্টির কারণে কাপ্তাই লেক পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যাবার কথা। পরিস্থিতি সামাল দিতে লেকের পানি ছেড়ে দেওয়ার জন্য আমাদের চিন্তা করতে হতো। কিন্তু বর্তমানে বিপরিত অবস্থা বিরাজ করছে। কয়েক দিন আগে কিছু বৃষ্টি হয়েছিল। তখন কাপ্তাই লেকে পানির উচ্চতা কিছুটা বেড়েছিল। লেকে পানি বাড়ার সাথে সাথে বিদ্যুৎ উৎপাদনও বাড়ানো হয়েছিল।

ব্যবস্থাপক বলেন, গত ৫ দিন আগে কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ৬৮ ফুট মিন সি লেভেল। পানির পরিমাণ আশঙ্কাজনক কম থাকায় তখন একটি মাত্র ইউনিট সচল রেখে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। কিন্তু টানা দুইদিন ভারী বৃষ্টি হওয়ায় পানির উচ্চতা একদিনে ৭৫ ফুট মিন সি লেভেল বৃদ্ধি পায়। ২২ জুন থেকে আমরা বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট উৎপাদনে সচল রেখেছিলাম। দুই ইউনিট থেকে ৩০ মেগাওয়াট হারে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো। আজ (গতকাল রোববার) এখনো বিদ্যুৎ উৎপাদন ২টি ইউনিটে ৬০ মেগাওয়াটেই সীমাবদ্ধ রয়েছে। বৃষ্টি না থাকায় এবং কাপ্তাই লেকে পানি বৃদ্ধি হওয়ায় আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারছি না। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে ১ এবং ২ নম্বর ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সচল রয়েছে। এই দুই ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রে মোট ৫টি ইউনিট রয়েছে। এই সবগুলো ইউনিটই বিদ্যুৎ উৎপাদনে পুরোপুরি সক্ষম। ৫টি ইউনিট একযোগে চালাতে পারলে কাপ্তাই থেকে মোট ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হতো। কিন্তু কাপ্তাই লেকে পানি বৃদ্ধি না হওয়ায় কাঙ্ক্ষিত মাত্রায় বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধযেসব প্রযুক্তি ও সুবিধার কারণে কনকা ফ্রিজ অন্যদের চেয়ে আলাদা
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সংলাপ