মালদ্বীপ জয়কে বড় অর্জন বলছেন বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

পিছিয়ে থেকে ৩১ গোলে মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের আশা ভালোভাবেই টিকিয়ে রেখেছে বাংলাদেশ। এমন জয়ের পর বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ কাবরেরা তার শিষ্যদের প্রশংসা করে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বড় অর্জন। আমাদেরকে অবশ্যই ম্যাচটা জিততে হতো। প্রতিপক্ষ অনেক শক্তিশালী। প্রথম গোলটা হজম করার পর ম্যাচটা কঠিন হয়ে পড়েছিল। তবে আমার ছেলেরা দারুণ খেলেছে ম্যাচে ফেরার জন্য। তাদের ওপর আস্থা রেখেছি।’ ২৮ জুন ভুটানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ। তাদের বিপক্ষে জিতেই সেমিফাইনালে যেতে চাইছেন ৩৭ বছর বয়সী কোচ, ‘এবার আশা করি সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে তারা। আমাদের আরও একটা ফাইনাল আছে, ভুটানের বিপক্ষে। তাদের বিপক্ষেও ভালো খেলতে হবে।’ দলের হয়ে তৃতীয় গোল করেছেন শেখ মোরসালিন। তার প্রশংসায় পঞ্চমুখ কাবেররা, ‘মোরসালিন এক অসাধারণ প্রতিভা। সে তার ক্লাবে (বসুন্ধরা কিংস) খুবই ভালো খেলছে। সেখানে সে ভালো পরিবেশও পাচ্ছে। এখনও তার পরিণত হতে সময় লাগবে। তবে ম্যাচে মোরসালিন খুবই ভালো খেলেছে। তার ফিটনেস ভালো। ভালো একজন ফুটবলার হওয়ার অনেক গুনই আছে তার।’

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস খো খো লিগ ৪ জুলাই শুরু
পরবর্তী নিবন্ধসাফের সেমি-ফাইনালে ভারত ও কুয়েত