ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাইয়ের মৃত্যু, আটক ১

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৫:০১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ‘সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে’ ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে। গত শনিবার রাতে উপজেলার ৯ নং গড়দুয়ারা ইউনিয়নের লোহারপোল বাজারের পশ্চিমে মাওলানা মনসুর আলীর নতুন বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতের পুত্র বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় হামলাকারী মো. ইউসুফ প্রকাশ দুদুর স্ত্রী জোহরা বেগমকে (৫০) পুলিশ আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মাওলানা মনসুর আলীর নতুন বাড়িতে মৃত আবুল কাসেমের পুত্র মো. ইউসুফ প্রকাশ দুদু তার বড় ভাই মো. আবু তাহেরের (৫৫) উপর হামলা করে। এ সময় নিহতের স্ত্রী নূর নাহার বেগম (৫০) ও ছেলে মো. আজম (৩৫) আহত হন।

নিহতের ছেলে মো. আজম জানান, শনিবার সন্ধ্যায় তার চাচা সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে অর্তকিত তাদের উপর হামলা চালায়। হামলায় তার পিতা মারা যান। ঘটনার পর হামলাকারীরা তাদের স্বাস্থ্য কমপ্লেক্স আসতে বাধা দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় রাত সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তার পিতাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়। গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

থানার ওসি মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পুত্র আহত মো. আজম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ হামলাকারীর স্ত্রী জোহরা বেগমকে আটক করেছে। রোববার (গতকাল) আটককৃতকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। এদিকে গতকাল আবু তাহেরের মরদেহ ময়নাতদন্তের পর বাড়িতে এনে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক অভিলাষ চরিতার্থে লবিস্ট দিয়ে বিবৃতি আনা দেশদ্রোহিতার শামিল : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধনগরকে টেকসই করতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিং তৈরি করতে হবে