চবিতে ৪০৫ কোটি টাকার বাজেট অনুমোদন

চবি প্রতিনিধি | সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৫:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। যা গত অর্থবছরের চেয়ে ২৩ কোটি টাকা বেশি। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির (এফসি) ৫৯তম যৌথ সভায় এই বাজেটের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে ২০২২২৩ অর্থবছরে সংশোধিত রাজস্ব বাজেট ৩৯৬ কোটি ৫ লাখ টাকা এবং ২০২৩২৪ অর্থবছরে প্রাক্কলিত রাজস্ব বাজেট ৪০৫ কোটি ৩৫ লাখ টাকা অনুমোদন করা হয়। যা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে উপস্থাপন করা হবে। সভায় উপাচার্য বলেন, বরাবরের মতো এবারও শিক্ষা ও গবেষণা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগবেষণা, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান প্রশাসন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদসহ সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সিন্ডিকেট ও এফসির যৌথ সভায় উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, এফসি ও সিন্ডিকট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, এফসি সদস্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান, প্রফেসর (অবসরপ্রাপ্ত) . সুলতান আহমেদ, প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন এবং সিন্ডিকট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, . নঈম উদ্দিন হাছান আওরঙ্গজব চৌধুরী, মোহাম্মদ আলী, মো. মোয়াজ্জম হোসাইন, এসএম ফজলুল হক, প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম ও সিন্ডিকেট সচিব কেএম নুর আহমদ উপস্থিত ছিলেন। সভায় অনলাইনে অংশগ্রহণ করেন সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাহমুদা খাতুন ও ড. মো. ওমর ফারুক।

পূর্ববর্তী নিবন্ধসকল কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি আমাদের আছে : হুইপ স্বপন
পরবর্তী নিবন্ধরাজনৈতিক অভিলাষ চরিতার্থে লবিস্ট দিয়ে বিবৃতি আনা দেশদ্রোহিতার শামিল : তথ্যমন্ত্রী