৬ তলার একটি কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। ধোঁয়া দেখে অফিসের কর্মকর্তা–কর্মচারীদের মাঝে আতঙ্ক ভর করে। আতঙ্কে অনেকেই ভবন থেকে নিচে নেমে আসেন। হঠাৎ আগুন আতঙ্কের এই ঘটনা চট্টগ্রাম শিক্ষাবোর্ডের।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ষোলশহরস্থ শিক্ষাবোর্ড ভবনে এ ঘটনা ঘটে। যদিও বড় কোন দুর্ঘটনা ঘটেনি জানিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার আজাদীকে বলেন, ৬ তলায় ডিডির (উপপরিচালক– হিসাব ও নিরীক্ষা) কক্ষের এসি থেকে ধোঁয়া বের হতে দেখে অনেকে একটু ঘাবড়ে গিয়েছিলেন। তবে অফিসের ইলেকট্রিশিয়ান গিয়ে ফায়ার এঙটিংগুইশার ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এতটুকুতে ধোঁয়াও বন্ধ হয়ে যায়। বড় কোন দুর্ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসকেও খবর দিতে হয়নি। তাছাড়া অফিস শেষের সময়ে হওয়ায় স্টাফরা অনেকে আগেই বের হয়ে গিয়েছিলেন। যারা ছিলেন, তারা একটু ঘাবড়ে গিয়ে নিচে নেমে আসেন। এটুকুই।