আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশী–বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি–জামাত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আবারও নাশকতা ও অরাজকতার তাণ্ডব শুরু করে দিতে পারে বলে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ–ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব শ্রমিক নেতা আবুল হোসেন আবু আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মহল বিশেষে এই নাশকতা ও অরাজকতা যাতে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি শিল্প, কল–কারখানাসহ শ্রমিক সেক্টরে যাতে কোন প্রভাব ফেলতে না পারে সেজন্য সতর্ক থাকার সময় এসেছে। গত বুধবার নন্দনকাননস্থ বিটিসিএল (সাবেক টিএনটি) সিবিএ কার্যালয়ে টিএনটি সিবিএ সভাপতি সাবের আহমদের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ সিবিএ–ননসিবিএ সমন্বয় পরিষদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শ্রমিক নেতা সমিরুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন খলিফাপট্টি দর্জি শ্রমিক লীগের সভাপতি জামাল উদ্দীন লিটন, খাতুনগঞ্জ লোডিং আনলোডিং সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, চট্টগ্রাম পুরাতন কাপড় ক্ষুদ্র সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দীন বাদল, রেল শ্রমিক লীগ নেতা রাজেস বড়ুয়া, চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাফর, মো. নাসির উদ্দীন, চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সভাপতি শাহাজাহান ভূইয়া, বিটিসিএল সিবিএর নেতা মাওলানা মুহাম্মদ নুরুল হুদা চৌধুরী, আবু আহমেদ, জহুর মার্কেট দোকান কর্মচারী সাধারণ সম্পাদক মোঃ ইরফান চৌধুরী, দর্জি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ফরিদ, বাকলিয়া থানা শ্রমিক লীগ নেতা আব্দুল লতিফ, মো. আলাউদ্দিন, মিজানুর রহমান মিয়া, মো. সোহেল, মো. মানিক, কামরুল, মিজান, মো. রুবেল, মো. সেলিম প্রমুখ। উপস্থিত ছিলেন লেখক প্রদীপ খাস্তগীর, সাবেক ছাত্রনেতা তাপস কান্তি দাশসহ শ্রমিক নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।