চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল পরিষদের সভাপতি শিমুল ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্যের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালামত উল্লাহ শাহীন, জন্মাষ্টমী পরিষদের উপদেষ্টা অ্যাড. তরুণ কিশোর দেব, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি সুমন কুমার বণিক, ভূজপুর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিংকন চক্রবর্তী, অ্যাডভোকেট জনি দে, সাংগঠনিক সম্পাদক রূপন ভৌমিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সঞ্জয় ধর, আদিত্য সৈকত, সদস্য বিপ্লব খাস্তগীর, ধীমান দাশ, সজিব আচার্য্য, বিপ্লব চৌধুরী কাঞ্চন, তরুণ কুমার আচার্য কৃষ্ণ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।