মালিক : মধ্যবিত্ত পরিবারের তুমিই একমাত্র ভরসা

মো. আবুল বশর চৌধুরী | রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে পরিবারের সকল সদস্যের দায়িত্ব নিয়ে সংসার চালানো কত কষ্ট কাউকে বুঝানো যায় না। এর ভিতর দিনে দিনে বাড়ছে দ্রব্যমূল্যসহ সকল কিছুর দাম। নিজের মনের কোনো আশা থাকলও তা পূর্ণ করা যায় না। যায় না ভালো একটা শার্টপ্যান্ট পরা। কোনো ভালো হোটেলে দামী একটা খাবার খাওয়া। ৫০ টাকা থেকে ১০০ টাকা খরচ করলে চিন্তা করতে হয় পরিবারের। বড় ছেলে হলে কোনো কথাই নেই গাধার পরিশ্রম। শেষ বয়সে এসে ভাই বোন, ছেলে মেয়ে, মা বাবা, বউ। সবার কাছ থেকে শুনতে হয় আমাদের জন্য কী করেছেন। দুইটা ভাতই তো খাওয়াছেন। আর কিছু করেননি। এটাই ব্যাস্তব। মধ্যবিত্ত যে সব পরিবার আছে তারা কারো কাছে পারে না লজ্জায় কিছু বলতে। পরিবারের যে ছেলেটা নিজের সব আশা ভরসা বাদ দিয়ে নিজের পরিবারকে একটু শান্তিতে রাখার জন্য কষ্ট করে যাচ্ছে। দিন শেষে প্রয়োজন ছাড়া তার খবরা খবর কেউ রাখে না। একমাত্র মা বাবা ছাড়া। হাজারো কষ্ট হলেও ভরসার জায়গা একটা, মওলা তোমার কাছে। কারণ রিজিকের মালিক রাজাক। তুমি সে রাজ্জাক। হে আল্লাহ তুমি সবার রিজিক বণ্টন করে দিয়েছো। আমাদের বিশ্বাস এই কষ্টটুকু আমাদের জন্য পরীক্ষা তোমার দরবারে। মালিক তুমি সবাইকে হেফাজত কর আমিন।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সামাজিক সচেতনতা
পরবর্তী নিবন্ধআদর্শ শিক্ষক শিক্ষার প্রাণকেন্দ্র