চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলন গতকাল শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চান্দগাঁও থানা আওয়ামী লীগের সমন্বয়ক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটে মো. শামসুল আলম সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আশরাফুল আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হন।
সম্মেলনে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, বাংলাদেশে একটি অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এরা দেশীয় ও বিদেশি লুটেরাদের ইন্দনদাতা। এই অপশক্তিটি ধর্মের নামে অধর্ম করে এবং মানবতার নামে অমানবিকতার চর্চা করে। এদের ব্যাপারে সচেতন থাকতে হবে।
সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধারাবাহিকভাবে ক্ষমতায় থেকে দেশের তিন কোটি মানুষকে নানাভাবে সরাসরি আর্থিক সহায়তা ও প্রণোদনা দিয়েছে। এই উপকারভোগীর মধ্যে যারা চট্টগ্রাম নগরীর ৬টি আসনে বসবাস করেন তাদের কাছ থেকে দলীয় সমর্থন আদায় করা গেলে আগামী দ্বাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে এই ৬ আসনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
উদ্বোধকের বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন হয়েছে, হচ্ছে এবং হবেই। এর জন্য সাধারণ মানুষকে যুক্তিসংগত কারণে কিছুটা দুর্ভোগও পোহাতে হয়। তবে উন্নয়ন কর্মকাণ্ড যাতে দ্রুত হয় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি রাখতে হবে।
মহানগর আওয়ামী নির্বাহী সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ৭১ সালে যে পরাক্রমশালী দেশটি মহান মুক্তিযুদ্ধে আমাদের বিরোধিতা করেছিল সেই দেশটি আবার আমাদের দিকে লোলুপ দৃষ্টি ফেলেছে। তাদের জানা উচিত আমরা ৭১ সালের বিজয়ী শক্তি। দেশে গণতান্ত্রিক সরকার আছে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন যতই এগিয়ে আসছে বিএনপি জামায়াত দেশকে অস্থিতিশীল করে তুলার চেষ্টা করছে। তারা দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। দেশের মানুষের আস্থা হারিয়ে বিএনপি বিদেশিদের দ্বারে দ্বারে ধর্না দিচ্ছে।
৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর আশরাফুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, ওয়ার্ড আওয়ামী লীগের মো. মঞ্জুর হোসাইন, আনোয়ার হোসেন বাবুল, আবুল কালাম, ইউনিট আওয়ামী লীগের মো. সালাউদ্দিন, হাছান মুরাদ জকু, মো. আলমগীর। সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, শোক প্রস্তাব পাঠ করেন এডভোকেট ধৃতিমান আইচ।