আপিলেও বাতিল স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন

দোহাজারী পৌর নির্বাচন প্রার্থিতা ফিরে পেলেন ২০ জন কাউন্সিলর প্রার্থী

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৪:৫৯ পূর্বাহ্ণ

দোহাজারী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাইবাচাইয়ের দিন বাদ পড়ার পর আপিলেও বাদ পড়েছে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগের মনোনয়নপত্র। তবে ২০ জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় গত ১৯ জুন মনোনয়নপত্র যাচাইবাচাইকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। গতকাল আপিল আবেদন শুনানিতেও একই কারণে তার প্রার্থীতা বাতিল হল। আপিল আবেদনে প্রার্থীতা ফিরে পাওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নং আসনে ইয়াছমিন আকতার, ফিরোজা বেগম, ২ নং আসনে রাজিয়া সুলতানা, সাধারণ কাউন্সিলর ২ নং ওয়ার্ডে মো. শাহ আলম, মো. আরিফুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ ওমর ফারুক, আবদুল লতিফ রবিন, মো, নুরুল ইসলাম বাদশা, ৪ নং ওয়ার্ডে মো. নাজিম উদ্দীন, নাসির উদ্দীন, কামাল উদ্দীন, ছৈয়দ মোহাম্মদ ইয়াছিন আলী, ৫ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম, মো. ফজলুল হক, ৭ নং ওয়ার্ডে আবদুর রশিদ, ৮ নং ওয়ার্ডে তপন দাশ, ৯ নং ওয়ার্ডে মোহাম্মদ ফারুক, মো. নাজিম উদ্দীন, মো. সাইফুদ্দিন ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আগামীকাল ২৬ জুন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

জানা যায়, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. লোকমান হাকিম ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. জায়নুল আলমের মধ্যে লড়াই হবে। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। ৩৩ হাজার ৫৮৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগের মাধ্যমে একজন মেয়র, ৩ জন মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত করবেন। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধ১৩ বছরেও নিবন্ধন নবায়নের ‘সময় পাননি’ ডা. সংযুক্তা
পরবর্তী নিবন্ধফকিরহাটে গরুর ওজন মাপার ডিজিটাল স্কেল