চট্টগ্রাম লুব্রিকেন্টস্ মার্চেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে ফরিদুল আলম সভাপতি এবং কানুলাল বণিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কমিটির অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেন সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাজী মো. সেলিম, অর্থ সম্পাদক মো. ইদ্রিস, দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় গতকাল ২৪ জুন শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. জসিম উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মো. জোবায়ের, শ্রম অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মোরশেদুল আলম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মনোয়ার জাহান মনি ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।