‘গাছ লাগান, গাছ পরিচর্যা করুন’– এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে এনায়েত বাজার মহিলা কলেজে মাঠের চারপাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. অভির সঞ্চালনায় কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলোবা ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সোহানা শারমিন তালুকদার।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা, শুভাশীষ দাশ, নুরনাহার বেগম ও কৃষিবিদ কাজী গোলাম মোস্তফা।
বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে। এই শিক্ষার্থীদের বৃক্ষরোপণ সম্পর্কে সচেতন করা গেলে, এই দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি খাদ্য,ঔষুধ অন্যান্য জিনিসের ঘাটতি পূরণ হবে। প্রেস বিজ্ঞপ্তি।