বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার নেতা মীর মো. ইলিয়াসের মাতা মোস্তফা খাতুন গত বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি পটিয়া উপজেলার ভান্ডারগাঁও গ্রামের মরহুম মীর বুদুরুছ মেহেরের সহধর্মিণী। তিনি ৪ ছেলে, ১ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
গত বৃহস্পতিবার বাদ মাগরিব ভান্ডারগাঁও মীর বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। মোস্তফা খাতুনের মৃত্যুতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, মোঃ আব্দুর রহিম, মোঃ মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।