ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত রাঙ্গুনিয়া প্রবাসী মো. জাহেদুল ইসলামের (৩০) মরদেহ দেশে আনা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তার মরদেহ আনা হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। মো. জাহেদ উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সাপলেজাপাড়ার এম মালেকুজ্জামান বাড়ির জেবল হোসেনের ছেলে।
মো. হোসেন নামে তার এক স্বজন জানান, নিহত জাহেদুল ইসলাম ওমানে দীর্ঘদিন ধরে কাজ করতেন। গত শুক্রবার কাজ শেষে করে রুমে ফিরছিলেন তিনি। এ সময় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পোমরা ইউপি চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, তিন মাস ছুটি কাটিয়ে সমপ্রতি তিনি ওমানে গিয়েছিলেন। পরিবারে ৩ বোনের একমাত্র ভাই ছিলো জাহেদ। তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।