আমের দিনে আম খাবে না

ডা. প্রণব কুমার চৌধুরী | শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৭:০৮ পূর্বাহ্ণ

আমের দিনে আম খাবে না, জামের দিনে জাম

বাঙালি এপরানখানার রইলো কি আর দাম!

এই পৃথিবীর আমের দেশে আমার জন্মভূমি

মধূমাসে মধুফলের মধুররসে রসনা রঙিন চুমি।

হিমসাগরআম্রপালিহাড়িভাঙা শত নাম স্বাদেঘ্রাণে

আমঘরে পেতে বিছানাবালিশ, তৃষিত পিপীলিকা প্রাণে।

টসটসে দুই লিচু, খাজা কাঁঠাল গালের মধ্যে পুরে

কথার জবাব দেবো ক্যামনেমোবাইল বাজুক সুরে’!

সুগার বাড়বেবুঝবে ঠ্যালা’শোনায় হিংসুটে ফুা বাণী

ঢের ভালো তবেনিই ডাক্তারবদ্যির পরামর্শ সাবধানী।

প্লিজ ডক্টর! আম হতে চাই না আমিআম খেতে চাই’,

চুলকিয়ে মাথা ডাক্তার কহেন– ‘আছে ওষুধ, পুরা নিষেধ নাই’।

পূর্ববর্তী নিবন্ধসম্পত্তির অধিকারের চেয়েও সম্মান জরুরি
পরবর্তী নিবন্ধহল্যান্ড থেকে