সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব কাটগড় গ্রামের শত বছরের একটি পুরনো সড়ক দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণের কারণে বন্ধ হয়ে গেছে।
গ্রামবাসীর চলাচলের বিকল্প কোনো সড়কের ব্যবস্থা না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান পুরনো সড়কটি বন্ধ করায় তিন শতাধিক পরিবারের সদস্যদের চলাচলে বর্তমানে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপায়ান্তর না দেখে গ্রামের ভুক্তভোগী এসব পরিবারের সদস্যরা বিকল্প সড়কের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আজ শুক্রবার (২৩ জুন)।
সকালে ওই গ্রামের শত শত নারী-পুরুষ, যুবক-যুবতী, শিশু-কিশোর ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ অন্যতম যার নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে কিন্তু এই উন্নয়নের ফলে আমরা ৩ শতাধিক পরিবারের মানুষের চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। চলাচলের বিকল্প সড়কের ব্যবস্থা না করেই শত বছরের একমাত্র সিটভুক্ত সড়কটি বন্ধ করে দেয়া হয়েছে। বিগত ৫ বছর ধরে আমরা কষ্ট পাচ্ছি। বর্তমানে গ্রামের শত শত স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরাও যাতায়াত করতে পারছে না। জরুরি মুহূর্তে রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল কিংবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। গ্রামের কোনো মানুষ মারা গেলে লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার মতো পরিস্থিতিও নেই। এভাবে একটি সিটভুক্ত সড়ক বিলীন করে ফেলা হয়েছে। এ অবস্থায় নতুনপাড়া গ্রামের শত শত বাসিন্দা তাদের চলাচলের জন্য বিকল্প সড়কের ব্যবস্থা করার দাবি জানায়। অন্যথায় আরো বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেন গ্রামবাসীরা।
এ ব্যাপারে শান্তিপ্রিয় গ্রামবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল গফুর মুক্তার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক মো. জসিম উদ্দীন, মোক্তার আহমদ, স্থানীয় মহিলা মেম্বার খুরশিদা বেগম, মোহাম্মদ ইউনুচ ড্রাইভার, আবদুল জব্বার মানিক, মো. আলী শাহ, মো. শাহজাহান, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সাগর, মোহাম্মদ দিদার, মো. নাঈম উদ্দীন, মোহাম্মদ মামুন, শহিদুল ইসলাম, জালাল উদ্দীন, মো. রুবেল, সালাহউদ্দীন, পারভীন আকতার, আয়শা বেগম, স্কুল শিক্ষার্থী সাদিয়া প্রমুখ।