রাউজান সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

| শুক্রবার , ২৩ জুন, ২০২৩ at ৯:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরে কর্মরত রাউজানের গণমাধ্যম কর্মীদের সংগঠন ‘রাউজান সাংবাদিক পরিষদ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠিত হয়।

আগামী দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান সাইদুল ইসলাম।

কমিটির সহসভাপতি হয়েছেন ডেইজী মউদুদ, যুগ্ম আহ্বায়ক হয়েছেন বিডিনিউজের স্টাফ রিপোর্টার মিঠুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার মোরশেদ তালুকদার, অর্থ সম্পাদক সময় টিভির স্টাফ রিপোর্টার পার্থ প্রতীম বিশ্বাস, দপ্তর ও প্রকাশনা সম্পাদক হয়েছেন বাংলা নিউজ২৪.কমের সিনিয়র রিপোর্টার আল রাহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু। তাছাড়া নির্বাহী সদস্য হয়েছেন সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম, দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী, এটিএন বাংলার মনজুর কাদের মনজু, সিনিয়র সাংবাদিক খোরশেদুল আলম শামীম ও দেশ টিভির ব্যুরো প্রধান সৈয়দ আলমগীর সবুজ। সভায় বিভিন্ন দিক নিয়ে অন্যদের মধ্যে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হক, আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, কামরুল হাসান বাদল, মোহাম্মদ জহির, হেলাল উদ্দিন সিকদার, মোরশেদ হোসেন চৌধুরী, সুজন ঘোষ, সনজীব দেব বাবু, অমিত দাশ, রুম্মান ভট্টাচার্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে সাপের কামড়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধঢাকা-১৭ উপনির্বাচন আপিলে ফিরল হিরো আলমের প্রার্থিতা