ইসলামিক ইউনিভার্সিটি লীগের সদস্য হলো আইআইইউসি

| শুক্রবার , ২৩ জুন, ২০২৩ at ৯:২০ পূর্বাহ্ণ

বিশ্বের প্রতিষ্ঠিত প্রায় ২০০ ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি লীগের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)

গতকাল বৃহস্পতিবার ইসলামিক ইউনিভার্সিটি লীগের প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড মুসলিম লীগের সেক্রেটারি জেনারেল সৌদি বাদশাহ’র উপদেষ্টা ড. মোহাম্মদ বিন আব্দুল কারিম আলঈসা স্বাক্ষরিত চিঠিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়। আইআইইউসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এ প্রসঙ্গে আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেন, ‘২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের দায়িত্ব নেওয়ার পর থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সৌদি আরবসহ ইসলামী বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দূরত্ব কমিয়ে, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সমঝোতা চুক্তির মাধ্যমে নতুন সম্পর্ক তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে এই বিশ্ববিদ্যালয়ের মান ও গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হই। এই অর্জন শুধু আইআইইউসি’র নয়, সারা বাংলাদেশের।’ প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলেবাননের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সাপের কামড়ে শিশুর মৃত্যু