হতাশা দিয়ে শুরু হলো বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ। লেবাননের কাছে ২–০ গোলে হেরেছে বাংলাদেশ। দলটির হয়ে জয়সূচক গোল দুটো করেন হাসান মাতুক ও খলিল বদর। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয় লেবানন। যার ফলে গোলবারের নিচে বেশ ব্যস্ত সময়ই কাটাতে হয় গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে। পুরো ৪৫ মিনিটে ৭৬ শতাংশ বল দখলে রাখে লেবানন। গোলমুখে শট নেয় দুটি। অন্যদিকে বলের নিয়ন্ত্রণ কম পেলেও ফাঁক পেয়ে আক্রমণে গিয়ে লেবাননের রক্ষণভাগ কাঁপিয়ে দিয়ে এসেছে বাংলাদেশ। গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৫৭ মিনিটে জনিকে তুলে মুরসালিন এবং জামাল ভূঁইয়ার বদলে মোহাম্মদ হৃদয়কে নামান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। পরের মিনিটে সুমন রেজার বদলে আসেন রবিউল হাসান। ৬০ মিনিটে গোলের সেরা সুযোগটি পায় বাংলাদেশ। ডানপ্রান্ত দিয়ে ফাঁকা জায়গায় বল নিয়ে বক্সের দিকে এগোচ্ছিলেন ফাহিম। তার সামনে বাধা কেবল লেবানন গোলরক্ষক। কিন্তু সেই বাধাই টপকাতে পারেননি ফাহিম।
৭৩ মিনিটে ফাহিমকে তুলে রাকিবকে মাঠে নামান ক্যাবরেরা। বাংলাদেশ বেশ ভালোভাবেই লেবাননকে আটকে রাখছিল। মনে হচ্ছিল, ড্র করা সম্ভব হবে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ম্যাচের ৮০ মিনিটে ফলাফল আনে লেবানন। ২–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেবানন।