গণঅধিকার পরিষদের মহাসচিব নুরুল হক নুরের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বৈঠক নিয়ে নতুন তথ্য দিয়েছেন ঢাকায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান। গতকাল বৃহস্পতিবার দূতাবাসে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, কাতার, আরব আমিরাতের দুবাই ও ভারতে তিন দফায় মোসাদের সঙ্গে বৈঠক হয়েছে নুরের। এদিকে নুর এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ডাকসুর সাবেক ভিপি নুর গত বছরের শেষ দিকে মধ্যপ্রাচ্য সফরে গিয়েছিলেন; তখনই তার সঙ্গে মোসাদের এজেন্টের দেখা হয়েছিল বলে সোশাল মিডিয়ায় খবর আসে। তবে নুরু এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, কাতারে ফুটবল খেলার (বিশ্বকাপ) সময় বিষয়টি প্রথমে আমাদের নজরে আসে। আমাদের গোয়েন্দা সূত্রগুলো এটা নিয়ে আগ্রহী হয় এবং (মেন্দি এন) সাফাদির সঙ্গে তার বৈঠকের কিছু ছবি সংগ্রহ করতে সক্ষম হই আমরা। এবং আমার মনে পড়ে, অন্য বৈঠকগুলো হয়ৃদুবাই, কাতার, ভারতে– এই তিন জায়গায় তাদের বৈঠকগুলো হয়। খবর বিডিনিউজের।
রাষ্ট্রদূত বলেন, তিনি (নুর) যদি এটা অস্বীকার করেন, তাহলে আমার জন্য যথেষ্ট, একজন ফিলিস্তিনির জন্য যথেষ্ট। কিন্তু বাংলাদেশের সরকার, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য কি যথেষ্ট? কারণ, তিনি এর মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা যতটা নষ্ট করবেন, ফিলিস্তিনের ক্ষেত্রেও তেমনটা করবেন। ইসরায়েল থেকে টাকা নেওয়া মানুষ কখনও নেতা হতে পারে না মন্তব্য করে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, তারা মোসাদের কাছে যা তুলে ধরতে চাইছে, তা কোনোভাবে বাংলাদেশের জনগণের উত্তম স্বার্থের জন্য নয়।












