রাউজানের গহিরায় মোটসাইকেল ও সিএনজি টেক্সির মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে মো. শাহজাহান (২৪) নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গহিরা ইউনিয়নের দলই নগর এলাকার আতুরনির ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে শাহজাহান ফটিকছড়ির দিকে যাচ্ছিলেন। আতুরনির ঘাটা এলাকায় বিপরীত দিক থেকে আসছিল একটি সিএনজি টেক্সি। হঠাৎ বিকট শব্দে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় শাহজাহান। তিনি ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফজু খলিফার বাড়ির প্রয়াত মাহমুদুল হকের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন এ প্রসঙ্গে বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি থানা হেফাজতে নেয়া হয়েছে। টেক্সি চালক পলাতক রয়েছে।












