দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৪ জুন শনিবার বিকাল ৩ টায় কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভা সফল করতে গতকাল জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা আহ্বান করা হয়েছে।
২৪ জুন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, হুইপ শামসুল হক চৌধুরী এমপি, নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী এমপি।
সভাপতিত্ব করবেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাহেরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। গতকাল বুধবার বিকাল ৪টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে বর্ধিত সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট জহির উদ্দিনের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, চেমন আরা তৈয়ব, প্রদীপ দাশ, মোছলেহ উদ্দিন মনসুর, অ্যাড মুজিবুল হক, গোলাম ফারুক ডলার, খোরশেদ আলম, বোরহান উদ্দিন এমরান, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, ডা: তিমির বরণ চৌধুরী, বিজয় কুমার বড়ুয়া, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান শিবলী, সেলিম নবী, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান প্রমুখ।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ ২ দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কাল ২৩ জুন ভোর ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হবে। এ দিন বিকেলে অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন প্রতিটি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।