মুরাদপুরে দোকানিকে মারধর, দুইজনকে আসামি করে মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ১০:০০ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুরে কথা কাটাকাটির জেরে মো. জমির উদ্দিন নামের এক স্টেশনারি দোকানদারকে মারধরের ঘটনা ঘটেছে। এসময় দোকানও ক্ষতিগ্রস্ত করা হয়। গত মঙ্গলবার এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত দোকানি জমিরের ভাই দুজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় নগদের এসআর মো. শাওন ও তার সহযোগী সুমন মিয়াকে আসামি করা হয়।

থানা সূত্র জানায়, মামলার এজহারে বলা হয়, মারধরের শিকার মো. জমির উদ্দিন মুরাদপুরের আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিচে আর্থ নামের একটি স্টেশনারির দোকান করেন। গত মঙ্গলবার নগদের লেনদেন নিয়ে কাটাকাটির জেরে নগদের এসআর মো. শাওন সহযোগী সুমন মিয়াসহ মো. জমির উদ্দিনকে মারধর করেন। মারধরে ব্যবহার করা হয় হকস্টিকও। একপর্যায়ে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার এজহারে আরো বলা হয়, মারধরের পাশাপাশি জমিরের দোকান ভাংচুরও করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুটি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুটপাট করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়। মামলার তদন্তকাজ চলছে এবং আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি নাজিম উদ্দিন মজুমদার।

পূর্ববর্তী নিবন্ধসামুদ্রিক মৎস্য আহরণ বিষয়ক নাগরিক সংলাপ
পরবর্তী নিবন্ধরাউজান উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ