ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

| বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ৯:৫৯ পূর্বাহ্ণ

শিক্ষা উপকরণের দাম কমানো, শিক্ষাখাতে মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ, চবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং সাংবাদিক দোস্ত মোহাম্মদকে ছাত্রলীগ নেতা কর্তৃক মারধর, জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিকলু কুমার দের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শুভ দেব নাথ, মিজানুর রহমান আরিফ, তাহলীল আবসার অর্ণব, বর্ষা দেবী, তানভীর ইলাহী। বক্তারা বলেন, নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা উপকরণের দাম ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের অতিপ্রয়োজনীয় উপকরণ কলমের দাম বৃদ্ধির ঘোষণা আসায় ইতোমধ্যে সব মহলেই নেতিবাচক প্রভাব পড়েছে। আর আগে থেকে কাগজসহ অন্যান্য জিনিসপত্রের দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে। বাজেটে যেভাবে শিক্ষা উপকরণের দাম বাড়ানোর ঘোষণা এসেছে তাতে অনেক পরিবারের সন্তানদের লেখাপড়া চালিয়ে নেয়ার মতো সামর্থ থাকবে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ইছামতী রেঞ্জে চার লাখ বৃক্ষরোপণের উদ্যোগ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ভূমিধসের আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার করবে ইউএনডিপি ও এনজিআই