সিএসইতে লেনদেন ৫৩০.৬৫ কোটি টাকা

আজাদী ডেস্ক

| বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ৯:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার ৫৩০.৫৬ কোটি টাকা লেনদেন হয়েছে। মোট ৫,২৯৬টি লেনদেনের মাধ্যমে মোট ১১.৪১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৬২৮.২৮ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১০.৯১তে।

এছাড়া সিএসই শরিয়াহ ইনডেঙের মূল্যসূচক ২.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৭০.৫২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৬৯৮.৩৪ পয়েন্টে। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৭,১০৮.৬৮ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৭,০৩০.৭৪ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৮টির। এর মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ৮৪টির।

পূর্ববর্তী নিবন্ধপলোগ্রাউন্ড মাঠেই বসছে বঙ্গবন্ধু কাপ আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধমস্কোয় ড্রোন হামলার অভিযোগ