শি-কে স্বৈরশাসক বললেন বাইডেন

ব্লিনকেনের সফরের পরদিন এ মন্তব্য

| বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ৯:৫৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক অ্যাখ্যা দিয়েছেন। ওয়াশিংটনবেইজিং উত্তেজনা নিরসনের লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন চীন সফরে গিয়ে সোমবার প্রেসিডেন্ট শির সঙ্গে দেখা করার পরদিন বাইডেন এ মন্তব্য করেছেন।

মঙ্গলবার বাইডেন বলেছেন, চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন গুলি করে উড়িয়ে দেওয়ার ঘটনায় শি বিব্রত হয়েছিলেন। যে কারণে শি জিনপিং খুবই বিচলিত হয়ে পড়েছিলেন, তা হলো আমি যখন ‘দুই বাক্স গাড়ি ভর্তি’ গোয়েন্দা সরঞ্জামসহ বেলুনটি গুলি করে নামিয়ে আনছি, উনি তখন জানেনই না যে বেলুনটি ওইখানে আছে।

তিনি বলেন, স্বৈরশাসকদের জন্য এটা খুবই বিব্রতকর, যখন তারা জানে না কী হয়েছে। সেটা (বেলুন) যেখানে ছিল, সেখানে যাওয়ার কথা ছিল না। পরে সেটিকে গুলি করে উড়িয়ে দেওয়া হয়। ক্যালিফোর্নিয়ায় তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে বাইডেন এসব বলেন। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধমস্কোয় ড্রোন হামলার অভিযোগ
পরবর্তী নিবন্ধভারতে শীঘ্রই আসবে টেসলা